মৌলভীবাজার ও রাজনগরে বিজয়ী যারা

মৌলভীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন



মৌলভীবাজার ও রাজনগরে বিজয়ী যারা

চতুর্থ ধাপের নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৪টিতে নৌকা, ৫টিতে আওয়ামী বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 

নৌকার বিজয়ীরা হলেন- একাটুনা ইউনিয়নে আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন, আখাইলকুড়া ইউনিয়নে শেখ মো: বদরুজ্জামান চুনু ও মনুমুখ ইউনিয়নে এমদাদ হোসেন জুনু।

আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা- মোস্তফাপুর ইউনিয়নের তাজুল ইসলাম তাজ, কামালপুর ইউনিয়নের মোঃ আপ্পান আলী, আমতৈল ইউনিয়নে সুজিত চন্দ্র দাশ, আপার কাগাবলা ইউনিয়নে ইমন মোস্তফা ও খলিলপুর ইউনিয়নে আবু মিয়া চৌধুরী।   

স্বতন্ত্র প্রার্থীরা হলেন, গিয়াসনগর ইউনিয়নের গোলাম মোশারফ টিটু, নাজিরাবাদ ইউনিয়নে আশরাফ উদ্দিন আহমদ ও কনকপুর ইউনিয়নে রুবেল উদ্দিন।

এদিকে রাজনগর উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা, ৪টিতে আওয়ামী বিদ্রোহী ও ১ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 

নৌকার বিজয়ীরা হলেন, মনসুর নগর ইউনিয়নে মিলন বখত ও পাঁচগাঁও ইউনিয়নে সিরাজুল ইসলাম ছানা। 

আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা মুন্সিবাজার ইউনিয়নে রাহেল হোসেন, ফতেহপুর ইউনিয়নের নকুল চন্দ্র দাশ, টেংরা ইউনিয়নে টিপু খান ও উত্তরভাগ ইউনিয়নে দীগ্রেন্দ্র সরকার চঞ্চল।   

স্বতন্ত্র প্রার্থীরা হলেন, রাজনগর সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত জুবায়ের আহমদ চৌধুরী। 

এসএইচ/আরসি-১৫