গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৭, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় আবদুস সালাম (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আবদুস সালাম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের মৃত মখলিস মিয়ার ছেলে।

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। ভোট গণনা শেষে ফুলবাড়ি ইউনিয়নে বিজয়ী হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হানিফ খান। ফলাফল ঘোষণার পরই চশমা প্রতীকের প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাত ৮টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের বৈটিকর এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। অবরোধ সরাতে পুলিশ চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়। এসময় বৈটিকর বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে আব্দুস সালাম গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিক তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশেরি ওসমানী হাসপাতাল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জনি চৌধুরী। তিনি জানান, লাশ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

আরসি-০৪