ফেঞ্চুগঞ্জে গুণীজনদের সম্মাননা দিল এনাম উল ইসলাম ফাউন্ডেশন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২১
০৭:২৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে গুণীজনদের সম্মাননা দিল এনাম উল ইসলাম ফাউন্ডেশন

সিলেটের ফেঞ্চুগঞ্জে  এনাম উল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে  বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এনাম উল ইসলাম কনভেনশন সেন্টারে এ সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। 

এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম উল ইসলামের সভাপতিত্বে ও মিডিয়া কর্মী নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  ও এনাম উল ইসলাম ফাউন্ডেশনের ডিরেক্টর আখলাকুর রহমান চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি   চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বাছিত, ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সনৎ কুমার ঘোষ,কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহাদুজ্জামান,  ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু,  সাংবাদিক মামুনুর রশীদ, বালাগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুল আলম, শামীম ইকবাল। 

এছাড়াও  অনুষ্ঠানে এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স এন্ড টেকনিক্যাল ইনিস্টিউটের ডিরেক্টর, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ  উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল গ্রান্ড মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী। 

অনুষ্ঠান শেষ পর্বে এনাম উল ইসলাম বিভিন্ন মসজিদ-মাদ্রাসার অনুদানের চেক হস্তান্তর করেন।

বি এন-০৩