সিলেটে দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের জন্য বিশেষ বার্তা সিসিকের

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০২:২১ পূর্বাহ্ন



সিলেটে দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের জন্য বিশেষ বার্তা সিসিকের

মর্ডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে যারা এখনো দ্বিতীয় ডোজের টিকা পাননি তাদের আগামী ৭ কর্মদিবসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, মর্ডার্না ও সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ পর্যাপ্ত পরিমানে স্বাস্থ্য বিভাগের নিকট মজুদ রয়েছে। তাই যারা রেজিস্ট্রেশন করে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পাননি তারাও একই সময়ে টিকা নিতে পারবেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে নগর ভবনের নিচ তলায় যোগাযোগ করে তাদের টিকা নিতে হবে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘অনেকেই মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মার প্রথম ডোজ টিকা গ্রহণের পর দ্বিতীয় ডোজ টিকা নেননি। আমাদের কাছে পর্যাপ্ত টিকা না থাকায় তাদের অনেককে টিকা দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা রয়েছে। তাই আগামী সাঁত কর্মদিবসের মধ্যে তাদের টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।’

এইচএন/আরসি-১২