গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২১
০৫:৪৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০৫:৪৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় মামলা, গ্রেপ্তার ৪

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউ‌নিয়‌নে নির্বাচনী সহিংসতার ঘটনায় চারশ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক মহরম আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের মো. ফলিক আহমদ (৩০), রণকেলী দিঘীরপাড় গ্রামের মিরণ আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের কামরান আহমদ (২৫) ও আব্দুর রহীম (৩৮)।

ওসি জানান, পুলিশের উপর হামলা ও এক ব্যক্তিকে হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩) তৎসহ ১৪৭/১৪৯/৩০২/৩৫৩/৩৩২/৩৩৩ পেনাল কোড ধারায় গোলাপগঞ্জ মডেল থানার মামলা হয়েছে। যার নম্বর-৬, তারিখ ২৭/১২/২০২১। এতে এজাহারনামীয় আসামি ৩০ জন এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জন। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে ভোটের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদের সমর্থকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা যান। পুলিশের আহ পাঁচজনকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত আব্দুস সালাম একজন রিকশা মেকানিক। তিনি এ ইউনিয়নের বাসিন্দা নন। গ্যারেজে কাজের জন্য গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরসি-০১