বাংলাদেশ ২০৪১ সালে হবে বিজ্ঞানমুখী রাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন



বাংলাদেশ ২০৪১ সালে হবে বিজ্ঞানমুখী রাষ্ট্র

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে রূপকল্প নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য অনেকগুলো কাজ বাস্তবায়ন হবে। প্রকৃত অর্থে এ সময় বাংলাদেশ হবে বিজ্ঞানমুখী রাষ্ট্র।’

তিনি সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। দেশের প্রথম স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী এমএ মান্নান।

তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের অধীন একটি রাষ্ট্রে জন্ম নিয়েছিলাম। পরাধীন সময়ে বড় হয়েছি। জীবনমান, ভাষা-সংস্কৃতি, সবকিছু ছিল হুমকিতে। সেই সময়ের তুলনায় এই সময়ের প্রজন্ম অনেক ভাগ্যবান।’ বর্তমান প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা স্বাধীন দেশে জন্ম নিয়েছ। মুক্ত স্বাধীন দেশ পেয়েছ। স্বাধীনতার পরে দেশে অনেক পরিবর্তন শুরু হয়েছে। দেশ এখন অনেক উন্নত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আমরা সভ্য জাতিতে পরিণত হব। আমাদের আত্মপরিচয় পুনরায় লিখতে হবে।’

তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘শিক্ষার্থীদের ইতিহাস ও ভূগোল বেশি করে পড়াতে হবে। আমরা কেমন ছিলাম তা শিক্ষার্থীদের জানাতে হবে। জীবনের সব কাজে নেতৃত্বেরও প্রয়োজন রয়েছে। আমাদের সঠিক নেতৃত্ব আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২১০০ সালে আমরা পৃথিবীতে নতুন পরিচয়ে দাঁড়াব।’

অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ জাকারিয়া, আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্পের সাংগঠনিক কমিটির সভাপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউট সিলেট অঞ্চলের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট অঞ্চলের স্কাউটসের সম্পাদক আব্দুল মুমিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা স্কাউটসের কমিশনার মামুন আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, আঞ্চলিক উপকমিশনার (গার্লস) স্কাউটস সুষমা সরাজ রুহি, আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন) মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস।

‘বন্ধুত্ব করি হর্ষে, মুজিব শতবর্ষে’ থিম সং নিয়ে শুরু হওয়া ফ্রেন্ডশিপ ক্যাম্পে দেশের ৯১টি দলের অংশগ্রহণে তিনটি টিম উদ্বোধন অনুষ্ঠানে নানা পরিবেশনায় অংশ নেয়। নেচে গেয়ে আনন্দ উল্লাসে ক্যাম্পের উদ্বোধন করা হয়। ৩০ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএইচ/আরসি-০৩