৮৮৬ ব্যক্তিকে করোনার ভুল রিপোর্ট দেওয়া হলো অস্ট্রেলিয়ায়

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২১
০৮:০০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০৮:০০ অপরাহ্ন



৮৮৬ ব্যক্তিকে করোনার ভুল রিপোর্ট দেওয়া হলো অস্ট্রেলিয়ায়

ল্যাবরেটরির কম্পিউটারের ত্রুটির কারণে অস্ট্রেলিয়ায় প্রায় ১ হাজার মানুষ করোনা টেস্টের ভুল রিপোর্ট পেয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে ঘটেছে এই ঘটনা। নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিন ও নববর্ষ উদযাপণের কারণে করোনা সংক্রমণে যেন উল্লম্ফন না ঘটে, সেজন্য করোনা টেস্ট বাধ্যতামূলক করেছিল অস্ট্রেলিয়ার সরকার।

সেই অনুযায়ী, নিকটস্থ ল্যাবরেটরিগুলোতে করোনা টেস্ট করিয়েছেন অস্ট্রেলীয়রা; কিন্তু সমস্যায় পড়েছেন সিডনির প্রায় হাজারখানেক বাসিন্দা, যারা করোনা টেস্ট করিয়েছিলেন সিডপ্যাথ নামের একটি ল্যাবরেটরিতে।

সোমবার এক বিবৃতিতে সিডপ্যাথ কর্তৃপক্ষ বলেছে, ল্যাবের কম্পিউটারের ‘ডেটা প্রসেসিং সংক্রান্ত ত্রুটির’ কারণে করোনার ভুল রিপোর্ট পেয়েছেন ৮৮৬ জন। যান্ত্রিক গোলযোগের কারণে ঘটা এই ত্রুটির জন্য ক্ষমাও চেয়েছে ল্যাব কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ৮৮৬ জনের মধ্যে ৪০০ জনকে দেওয়া হয়েছে করোনা পজিটিভ রিপোর্ট, কিন্তু বাস্তবে তাদের করোনা ছিল না। অন্যদিকে, ৪৮৬ জনকে দেওয়া হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট, যারা প্রকৃতপক্ষে করোনারোগী ছিলেন।

বিবৃতিতে এ সম্পর্কে সিডপ্যাথ ল্যাব কর্তৃপক্ষ বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, ডেটা প্রসেসিংয়ের সামান্য ত্রুটির কারণে এই ভুল হয়েছে। আমরা সবার কাছে এজন্য ক্ষমা চাইছি।’

এদিকে, এই খবর প্রকাশিত হওয়ার পর আতঙ্কে রয়েছেন ওই ল্যাবে করোনা টেস্ট করানো লোকজন। স্টেফানি কলোন্না নামের এক ভুক্তভোগী বিবিসিকে বলেন, ‘বড়দিনের ছুটিতে আমি বাড়ি গিয়েছিলাম এবং এখন আমি আমার ভাতিজি ও ভাতিজাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। যদি তারা করোনায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে একমাত্র আমিই দায়ী থাকব।’

নিউ সাউথ ওয়েলস প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বিবিসিকে বলেন, ‘বড়দিন ও নববর্ষের ছুটি পরিবার ও স্বজনদের সঙ্গে উদযাপন করার জন্য বিপুল সংখ্যক মানুষ করোনা টেস্ট করাচ্ছেন। এতে ল্যাবগুলোর ওপর চাপ অনেক বেড়ে গেছে আর এই অতিরিক্ত চাপের কারণেই এই ত্রুটি হয়েছে।’

বি এন-০২