সিলেট নগরে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৮, ২০২১
০৯:১১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০৯:১১ অপরাহ্ন



সিলেট নগরে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় কিশোরী (১৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুহেল মিয়া (৪০) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুহেল নগরের মদিনা মার্কেটের লতিফ মঞ্জিল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

তিনি বলেন, ‘ভিকটিম কিশোরী ও অভিযুক্ত সুহেল পাশাপাশি বাসায় থাকেন। সোমবার দুপুরে ওই কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন সুহেল। এ বিষয়ে সোমবার রাতে ভিকটিম বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে সুহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত সুহেলকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


এএফ/০২