বিয়ানীবাজারে নৌকার প্রার্থী পেলেন ৯২০ ভোট, হারালেন জামানত

বিয়ানীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৮, ২০২১
১০:২৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
১০:২৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে নৌকার প্রার্থী পেলেন ৯২০ ভোট, হারালেন জামানত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন জামানত হারিয়েছেন। তিনি মাত্র ৯২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন (৮৯২), রেজাউল করিম শামীম (৮৩২, কনাই মিয়া (৩১৫) ও ছাইফুল ইসলাম (২১৭) জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পেলে জামানত বাজেয়াপ্ত করা হবে।

এক্ষেত্রে ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারান। তিলপাড়া ইউনিয়নের ১৩ হাজার ২৭৪ ভোটের মধ্যে ৯ হাজার ৬২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জামানত ধরে রাখতে হলে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কমপক্ষে ১২০৩ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। 

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে প্রার্থী জামানত হারাবেন। তিনি বলেন, আমরা এ নিয়ে কাজ করছি। তিলপাড়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিনসহ বেশ কয়েকজন জামানত হারিয়েছেন।

এস এ/বি এন-০৯