নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২১
১২:২১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২১
১২:২১ পূর্বাহ্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এর মধ্যে দুই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার দুই প্রার্থী মিলে ভোট পেয়েছেন মাত্র ৪৮৫টি। তাদের দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই দুই ইউনিয়নে ভোটার ছিলেন ৪০ হাজারের বেশি।
জানা গেছে, গত রবিবার চতুর্থ ধাপে গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬টিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। একটিতে জাতীয় পার্টির প্রার্থী ও বাকি ৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল করিম খান সর্বমোট ভোট পেয়েছেন ১৩৯টি। ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি মাত্র ২ ভোট পেয়েছেন।
লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার ২৩ হাজার ২৪৮ জন। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান ৯ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. কাওছার পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট। জামানত হারাতে হয়েছে নৌকা মার্কার প্রার্থী মো. আব্দুল করিম খানকে।
এদিকে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী মাত্র ৩৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ২৮৫ জন। এখানে স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল আনারস প্রতীকে ৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল আলীম তুহিন পেয়েছেন ৫ হাজার ৩৬১ ভোট।
এছাড়া গোলাগঞ্জের সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তমজ্জুল আলী। তার নিকটতম নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩হাজার ১৩৪ ভোট। ফুলবাড়ি ইউনিয়নে ৫ হাজার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল হানিফ খান। তার নিকটতম প্রার্থী এমরান হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৭৫ ভোট। উপজেলার বাঘা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কাদির হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট।
ঢাকাদক্ষিণ ইউনিয়নে ৬ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম আব্দুর রহিম। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নোমান উদ্দিন মুরাদ পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট। ভাদেশ্বর ইউনিয়নে ১১ হাজার ৮৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ। তার নিকটতম নৌকার প্রার্থী সেলিম উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৮৮ ভোট।
আমুড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী সৈয়দ হাসিন আহমদ মিন্টু। তার নিকটতম প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২১ ভোট। বাদেপাশা ইউনিয়নে ৪ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসাইন। তার নিকটতম নৌকার
প্রার্থী মোস্তাক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৫১ ভোট। শরীফগঞ্জ ইউনিয়নে ৩ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম কবির উদ্দিন আহমদ। তার নিকটতম নৌকার প্রার্থী এম এ মুহিত হীরা পেয়েছেন ৩ হাজার ৩৪ ভোট।
এনএইচ/আরসি-১১