গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২১
০১:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাংসদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল । আর সেই স্বাধীন বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে । শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সকল ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবন ও শহীদ মিনার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
তিনি বলেন, বাঙ্গালী জাতি হিসেবে আমাদের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। তবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য । ৫২-এর ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির চেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ। ভাষা আন্দোলন একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং বাংলার মানুষের অধিকার আদায়ের আকাঙ্কাকে হাজারগুণে বাড়িয়ে দেয়।
ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক তাহের উদ্দিনের পরিচালনায় ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যক্ষ সুনীল চন্দ্র দাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী পরিসংখ্যানবিদ ড.সাদেকুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়জুল আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুসংঙ্কর পাল, ভাদেশ্বর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামিম আহমদ, স্কুলের পরিচালনা কমিটির সহ-সভাপতি মাইনুল হক ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য ইউসুফ আলী মাস্টার, সদস্য হেলাল উদ্দিন হেলু, সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, উপজেলা আওয়ামী দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, সদস্য এহতেশামুল হক, সমাজসেবক তমিজ উদ্দিন, ফখরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মনজুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সুলতান মাহমুদ মারজান।
এফএম/আরসি-১২