নগরের আলিয়া মাদ্রাসায় শিবিরের সম্মেলন থেকে আটক তিন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২১
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২১
০৭:২৩ অপরাহ্ন



নগরের আলিয়া মাদ্রাসায় শিবিরের সম্মেলন থেকে আটক তিন

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা এলাকায় থেকে তিন শিবির সদস্যকে আটক করেছে পুলিশ। মাদ্রাসার একটি কক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। 

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সিলেট মিরর অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে দুই শিবির নেতাসহ এক সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সিলেট আলিয়া মাদ্রাসার পাঠাগার  পরিত্যক্ত।  পরিত্যক্ত এই পাঠাগারে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলন করে সে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পুলিশ কথা বলবে।

আরসি-০৫