নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করেছিলেন এমন অভিযোগে এ অনুষ্ঠান যাননি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি। নাদেল বলয়ের ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজ বেলা আড়ােইটায় নগরের রেজিস্টারি মাঠে হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে সংবর্ধনা অনুষ্ঠান। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামী বিরোধী বক্তব্য প্রদানের অভিযোগে মঙ্গলবার রাতে জরুরী বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
দলের নেতাকর্মীদের অনুষ্ঠান বর্জনের দিকে ইঙ্গিত করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছেন- আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি- আরিফ সাহেব করে নাই, করেছে সিটি করপোরেশন। বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে- মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন, একজন অন্য দলের লোক সেটি স্বীকার করছে। সেটা গ্রহণ করতেছে। আপনাদের তো ভালো লাগার কথা ‘ নিজেকে উসিলা মাত্র দাবি করে তিনি বলেন, ‘তারা আমাকে নয়, সম্মান দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। যিনি আমাদের প্রতি সদয় হয়ে এতকিছু করছেন। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে।’
এএফ/০১