নাবিল হোসেন
ডিসেম্বর ৩০, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
সিলেটে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ টিকা প্রদান কার্যক্রম। প্রথম ধাপে সিলেট সিটি করপোরেশন এলাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজের জন্য মনোনীত ৬ হাজার ৩৩৩ জনের তালিকা ঢাকা থেকে সিলেটের স্বাস্থ্য বিভাগের কাছে পাঠানো হয়েছে।
প্রথম ধাপে ষাটোর্ধ্ব ও সম্মুখসারীর করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। যাদের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত ছয় মাস পেরিয়েছে, তারাই এখন বুস্টার ডোজ পাবেন। এ জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বুস্টার ডোজ পাওয়ার জন্য যোগ্যদের মোবাইল ফোনে মেসেজ চলে যাবে।
সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বুস্টার ডোজের জন্য সিলেটের ৬ হাজার ৩৩৩ জনের তালিকা পাঠানো হয়েছে। তারা সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। প্রথম দিকে সিটি করপোরেশন এলাকাতেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ঢাকা থেকে মনোনীতদের মোবাইলে খুব শিগগির মেসেজ (বার্তা) যাবে।
এদিকে, গত সোমবার সিলেটের স্বাস্থ্য বিভাগের কাছে বুস্টার ডোজের বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চলমান নিয়মিত কোভিড-১৯ টিকাকেন্দ্র থেকে মেসেজ প্রদান সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে। প্রতি পাঁচটি নিয়মিত টিকার বিপরীতে একটি বুস্টার ডোজ প্রদান করতে হবে। ষাটোর্ধ্ব ও সম্মুখসারীর কর্মীদের মধ্যে যাদের দুই ডোজ টিকা নেওয়ার ৬ মাস অতিক্রান্ত হয়েছে তাদের বুস্টার ডোজের জন্য মেসেজ দিতে হবে। পূর্বে যে কেন্দ্র থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, বুস্টার ডোজের জন্য ফাইজার, মডার্না বা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া যেতে পারে। তবে সিলেটের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেটে বর্তমানে মডার্না বা অ্যাস্ট্রাজেনেকার মজুত পর্যাপ্ত নেই। তাই ফাইজারের টিকা দিয়েই সিলেটে বুস্টার ডোজ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, ‘মঙ্গলবার সকালে বুস্টার ডোজের জন্য মনোনীতদের তালিকা ঢাকা থেকে পাঠানো হয়েছে। আমরা অতি শিগগির তাদেরকে মোবাইলে মেসেজ পাঠাব। এর আগে গত সোমবার রাতে আমাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে একটি সভাও হয়েছে। আশা করছি চলতি সপ্তাহে আমরা বুস্টার ডোজের টিকা প্রদান শুরু করতে পারব। তা না হলে আগামী সপ্তাহের প্রথমে সিলেট সিটি করপোরেশন এলাকায় বুস্টার ডোজ প্রদান শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে বুস্টার ডোজের জন্য মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার যেকোনো টিকা ব্যবহার করা যাবে। তবে সিলেটে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার মজুত পর্যাপ্ত না থাকায় ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ শুরু হবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বুস্টার ডোজের জন্য মনোনীত ৬ হাজার ৩৩৩ জনের তালিকা আমাদের কাছে এসেছে। বুস্টার ডোজ শুরু হলে পর্যায়ক্রমে তাদের মোবাইলে মেসেজ পাঠানো হবে। বুস্টার ডোজের জন্য কাউকে নতুন করে নিবন্ধন করার প্রয়োজন হবে না। মেসেজ পেলে টিকা সনদ নিয়ে কেন্দ্রে এলেই টিকা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ টিকা নিতে হবে। নির্দেশনা আছে ৫ জনকে নিয়মিত টিকা দেওয়ার পর একজনকে বুস্টার ডোজ দিতে হবে। অর্থাৎ প্রতিদিন রুটিন টিকার জন্য ২ হাজার জনকে মেসেজ দিলে বুস্টার ডোজের জন্য ৪০০ জনকে মেসেজ দিতে হবে।’
আরসি-০১