সিলেটে বুস্টার ডোজ প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩০, ২০২১
০৪:১৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৪:১৯ অপরাহ্ন



সিলেটে বুস্টার ডোজ প্রদান শুরু

সিলেটে শুরু করোনা টিকা বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে। প্রথম দিন ২০০ জন পাবেন বুস্টার ডোজ।  

সকাল পৌনে দশটার দিকে সিলেটের বুস্টার ডোজের প্রথম টিকা নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তারপর থেকে পর্যায়ক্রমে অন্যদের টিকা দেওয়া শুরু হয়। 

টিকা নেওয়ার পর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মিররকে বলেন, 'করোনা সংক্রমণ নতুন করে শঙ্কা জাগাচ্ছে। এই অবস্থায় বুস্টার ডোজ টিকা যারা মনোনীত তাদের এই টিকা নেওয়া উচিত। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, 'আজকে দুইশোকে টিকা নেওয়ার জন্য ম্যাসেজ দেওয়া হয়েছে। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা টিকা সনদ তুলতে পারবেন। '

এনএইচ/আরসি-০৬