সিলেটে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান বেড়েছে ৪ গুণ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ৩০, ২০২১
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৭:০৫ অপরাহ্ন



সিলেটে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান বেড়েছে ৪ গুণ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার, জিপিএ-৫ বেড়েছে।

তার সঙ্গে গতবছরের চেয়ে চলতি বছরে শতভাগ শিক্ষার্থী পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪ গুণ। 

আজ সকালে সিলেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে চলতি বছরে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব কবির আহমদ।

ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায়, চলতি বছরে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৫টি। যা গত বছর ছিল ৪৩টি, ২০১৯ সালে ছিল ২২টি, ১৮ সালে ছিল ২৩টি, ২০১৭ সালে ছিল ৩৭টি।

এনএইচ/আরসি-১০