ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা সিবিএর নিরবাচনের মনোনয়ন পত্র সংগ্রহের সময় শেষ হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেস্বর রাতে) মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন ছিল। সিবিএর নির্বাচনে গঠিত তিন প্যানেল সহ স্বতন্ত্র মিলে নির্বাচনে ৬৩ টি ফরম বিক্রি হয়েছে।
আগামি (৩১ ডিসেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ করা হবে। এবং সোমবার (২ জানুয়ারি) মনোনয়ন বাছাই করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে কারখানা শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রত্যেক প্যানেল থেকে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটার কে কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা উপ পরিষদের তথ্য মতে এবার কারখানার নতুন ও পুরাতন ভোটার মিলে ভোট সংখ্যা ৪০৭ টি। আগামী ১৬ জানুয়ারি ভোটের মাধ্যেমে শ্রমিকরা তাদের নেতা নির্বাচন করবেন।
সিবিএ নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান এ এস এম নাইমুল করিম খসরু বলেন, নির্বাচন কে সামনে রেখে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি রাশা রাখি সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস সি/বি এন-০৮