আত্মহত্যা করেছেন গীতিকার রাসেল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ৩১, ২০২১
০৩:২০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২১
০৩:২৬ অপরাহ্ন



আত্মহত্যা করেছেন গীতিকার রাসেল

রাজধানীতে নিজ বাসায় পাওয়া গেলো রাসেল ও’নীল নামে পরিচিত গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ।

বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকার রাসেলের নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাসেলের পরিবারের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাতের খাবার খেয়ে রাসেল তার রুমে যান। রাত সাড়ে ১১টার দিকে ডাকাডাকি করে না পাওয়া গেলে পরিবারের সদস্যরা রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরিবারের সদস্যরাই পরে পুলিশে খবর দেয়।

পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাসেলের বাসায় গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে, এমনটিই জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক শুক্রবার গণমাধ্যমকে জানান, রাসেলের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়। আমি স্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সাথে কাওকেই জড়িত করা যাবে না। এবং আমার দেহের কোনো পোস্ট মর্টেম হবে না।’

উক্ত চিঠির হাতের লেখা রাসেলের বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করার পর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাসেল আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বি এন-০১