জৈন্তাপুর বাজারে উচ্ছেদ অভিযান

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ০১, ২০২২
০৯:৫৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২২
০৯:৫৯ অপরাহ্ন



জৈন্তাপুর বাজারে উচ্ছেদ অভিযান

জৈন্তাপুর পূর্ব বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় পূর্বের ঘোষণা অনুযায়ী জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ঐতিহ্যবাহী জৈন্তাপুর পূর্ববাজার অবৈধ দখল মুক্ত করতে অভিযান শুরু করেন।

উচ্ছেদ অভিযানের সময় তার সাথে উপস্থিত ছিলেন নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলেমান আহমদ, ব্যবসায়ী রিমাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল প্রমুখ।

ব্যবসায়ী হারিছ মিয়া, নিজাম মিয়া, সাব্বির আহমদ, শামীম আহমদরা বলেন, দীর্ঘদিন থেকে সরকারি বাজারের বিভিন্ন শেডঘর গুলো দখল করে হোটেল, পোলট্রি, কাঠের দোকান, বিভিন্ন রকমের দোকান বসিয়ে অবৈধ ভাবে দখল করে রাখা হয়েছে। বাজারের সৌন্দর্য যেমন নষ্ট করা হয়েছে, তেমনি সপ্তাহের দুই হাটবারে জৈন্তাপুর স্টেশন বাজার থেকে উপজেলা ও মেডিকেল গেইট পর্যন্ত জনসাধারণ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জরুরী কাজে আসা লোকজন আধা কিলোমিটার রাস্তা পার হতে ঘন্টার পর ঘন্টা জামে পড়তে হয়, যা অতীতে ছিল না। বাজার ব্যবস্থাপনা কমিটির দুর্বলতার কারণে বাজারে অবৈধ দোকান গৃহ বাড়ে এবং জনসাধারনের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়। অবৈধ দখলদারদের কবলে পড়ে বাব্যসায়ীরা নিজেদের বরাদ্ধকৃত দোকান ছেড়ে হাট বাজার দিন গুলোতে রাস্তা দখল করে রাখেন। সঠিক ভাবে বাজার নিয়ন্ত্রণ করা হলে সমস্যার সৃষ্টি হত না। তারা বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযানকে স্বাগত জানান।

উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং রাস্তার যানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আশা রাখি দ্রুত সময়ের মধ্যে জনসাধারণ সুফল পাবেন। 

আর কে/বি এন-১০