গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০১, ২০২২
১০:০২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২২
১০:০২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে ৩টি ২৫ কেভি বিদ্যুতের ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে ।
শুক্রবার ( ৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান , গভীর রাতে হঠাৎ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা মনে করেছি নিয়মিত যে ভাবে বিদ্যুৎ যায় সেভাবে বিদ্যুৎ চলে গেছে। এই মনে করে সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে। শনিবার সকালে জানতে পারি যে শেখপুর গ্রামেের পশ্চিমপাড়ার উপজেলাবাড়ীর সামনের ট্রান্সমিটারসহ একই গ্রামের ২৫ কেভির ২টি ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। এদিকে এ ঘটনায় গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ।
দ্রুত ট্রান্সমিটার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান স্থানীয়রা। এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র শিব বলেন, এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এফ এম/বি এন-১২