গোলাপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০২, ২০২২
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০২:৪০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে । 

আজ শনিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনের সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। 

নতুন বই পেয়ে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে তাদের মাঝে বিরাজ করছিল উৎসবের আমেজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, রেজওয়ান হোসেন রাজু, কামরুল আহমদ ।

এছাড়াও এসময় শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএ/আরসি-০৮