সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০২, ২০২২
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৩:০০ পূর্বাহ্ন
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান' জনতার মুখোমুখি' অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে পিসফুল ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়।
আজ শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে একই মঞ্চে জনতার সঙ্গে প্রার্থীদের প্রশ্নোত্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে ও আবু বকর আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন পিসফুল টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল জামিল আহমদ।
ইউপি নির্বাচনে অংশগ্রহণ করা সকল চেয়ারম্যান প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে তাদের আগামীর কর্মপরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন। এছাড়া যে প্রার্থীই নির্বাচিত হবেন সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
এ সময় জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য দেন কসকনকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক রিয়াজ, জাতীয় পার্টি মনোনীত, সোলেমান আহমদ লস্কর,লাঙল, আব্দুস সাত্তার মইন মোটর সাইকেল, আলী হোসেন চশমা প্রতিক।
কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীরা তাদের কর্ম পরিকল্পনার পাশাপাশি মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রতিটি ওয়ার্ডের সেবার মান নিশ্চিত করা, রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসার মান উন্নত করার মত বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নিজের প্রতিকের পক্ষে ভোট চান প্রার্থীরা।
অনুষ্ঠানে পিসফুল টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে প্রার্থীদের হাতে ১০ টি প্রস্তাবনা তুলে দেন বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক মো. জুবায়েরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিতি ছিলেন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রব, এম আর মজুমদার বিদ্যানি।
আরসি-১১