নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০২, ২০২২
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৩:১৪ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরের লক্ষ্যমাত্রা অর্জনে কলেজ পর্যায়ে যুগোপযোগী, আধুনিক গবেষণা ও আইসিটি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এ জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা।
কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান কৌশলগত পরিকল্পনার উপর সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজসমূহের অংশগ্রহণে Regional Dissemination Workshop on NATIONAL STRATEGIC PLAN FOR HIGHER EDUCATION COLLEGES IN BANGLADESH শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় সিলেটের মুরারিচাঁদ কলেজে আয়োজিত এ ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার, মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মুখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিলেট অঞ্চলের সরকারি ও বেসরকারি কলেজসমূহের অধ্যক্ষবৃন্দ।
আরএম-০৭