ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোয়নের বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
জানা যায়, ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে উমরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য পীর মজনু মিয়া, সাদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য সাক্সেস যুবলীগের সভাপতি সায়েদ আহমদ মোছা, বুরঙ্গা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আখলাকুর রহমান, দয়ামীর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, তাজপুর ইউনিয়নে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উসমানপুর ইউনিয়নে সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্যা বদরুল, পশ্চিম পৈনপুর ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান নৌকা প্রতীক পেয়েছেন।
এর আগে গত ২১ ডিসেম্ভর দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় তৃণমূলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃণমূলের ভোটের তালিকা আওয়ামী লীগের কেন্দ্রে প্রেরণ করা হয়। সেই তালিকা থেকে দুই ইউনিয়নের প্রার্থীদের রদবদল করেছেন কেন্ত্রীয় মনোনয়ন বোর্ড।
আরসি-০২