গোলাপগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৫:৩৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে সাংবাদিকের ক্যামেরা ছিনতাই ও লাঞ্চিত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।
মাছরাঙ্গা টেলিভিশনের সিলেট ব্যুরোর ক্যামেরাপার্সন শুভ্র দাসের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দ্রুত বিচার আইনে ৮ জনের নাম উল্লেখ করে ও ২০/২২ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভূক্ত করা হয় ।
মামলা নম্বর-০৯/৩১.১২.২০২১ইং। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ।
আরসি-০৩