নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০২, ২০২২
০৭:৩৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০৪:১০ পূর্বাহ্ন
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২ জানুয়ারি) সকাল ১১.১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বাদ আছর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন মঙ্গলশাহ গ্রামে বায়তুল মোয়াজ্জাম মঙ্গলশাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাওলানা গুলজার আহমদ সবার নিকট দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের আগস্টে তিন যুগেরও অধিক সময় দায়িত্ব পালন শেষে তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত একই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি।
আরএম-০৯