জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২২
১০:২৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
১০:২৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির হিমিটিলায় মুজিব শতবর্ষের ছয়টি ঘরের পার্শ্বে গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্ভোধন।
আজ রবিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হিমিটিলায় মুজিব শতবর্ষের জন্য নির্মিত ছয়টি ঘর আরও টেকসই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘরের পাশে গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী।
ইউপি চেয়ারম্যান বলেন, ঘরগুলো মালিকানা জমির পাশে হওয়ায় চাষাবাদের জন্য জমি অনেক সময় খনন করতে হয়। যার কারনে মুজিব শতবর্ষের জন্য নির্মিত ৬টি ঘরের ক্ষতি ও জমির মালিকের সাথে উপকারভোগীদের সমস্যা দেখা দিতে পারে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।
আরসি-০৭