শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২২
১০:৫৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
১০:৫৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে এই সংখ্যা 'প্রয়াস-২১' এর মোড়ক উন্মোচন করা হয়।
আজ রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।
অন্যান্যদের মধ্যে কর্মকর্তা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সংখ্যা 'প্রয়াস-২১'র সম্পাদনা পরিষদের সভাপতি মো. মুজিবুর রহমান ও সদস্য সচিব মো. ফখর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সকল বিশ্ববিদ্যালয়ের রোল মডেল হিসেবে আমরা পরিচিত। এ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। শিক্ষা ও গবেষণার মানের দিক থেকে সারাদেশে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছি আমরা। আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা প্রয়োজন।
এইচএন/আরসি-০৮