জৈন্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ০২, ২০২২
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২২
১১:৩৫ অপরাহ্ন



জৈন্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সিলেটের জৈন্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৷ আজ রবিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় দিবসটি পালন করা হয়।

সমাজসেবা অধিদপ্তর জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় সমাজসেবা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও সমাজকর্মী আলতাফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. কে. এম আজাদ ভূইয়া ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাতাবুর রেজা চৌধুরী, সমাজকর্মী শাহ আলম, রফিক আহমদ প্রমুখ ৷ সমাজসেবা দিবসে ছয়টি ইউনিয়নে ২৯৬ জন নতুন প্রতিবন্ধিদের হাতে ভাতার বই তুলে দেওয়া হয় ৷ 

আরকেএস/আরসি-১১