কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০২, ২০২২
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০২, ২০২২
১১:৫৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী পাড় হওয়ার সময় রফিক মিয়া (২৬) নামের এক যুবক দুই দিন ধরে নিখোঁজ। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার কদমসি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর রফিক মিয়া প্রতিদিনের মতো শনিবার কাজে যাওয়ার জন্য কালাইরাগ গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে বাহির হয়। নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হয়। শনিবার সকাল ৬টায় উপজেলার দয়ার বাজার থেকে গুচ্ছুগ্রাম যাওয়ার পথে ধলাই নদীর খেয়া পাড় হওয়ায় সময় ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
রফিকের স্ত্রী হালিমা বেগম বলেন, নৌকার সকল যাত্রীরা নদী পাড়ে উঠলেও আমার স্বামী সাতার না জানাই পাড়ে উঠতে পারে নাই। দুই দিন ধরে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন অনেক খুঁজাখুজিঁ করে আমার স্বামীর কোন সন্ধান দিতে পারে নাই।
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শাহাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতা আমরা নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে সর্বোচ্চ চেষ্টা করছি। দুই দিন ধরে উদ্ধার অভিযান চলছে। আগামী কাল আবার উদ্ধার অভিযান হবে।
আরসি-১২