এমসি কলেজে ‘জব ফেয়ার’ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২২
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০১:৩২ পূর্বাহ্ন



এমসি কলেজে ‘জব ফেয়ার’ বৃহস্পতিবার

সিলেটের এমসি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি)।

চাকরীর বাজারে কাজ করা প্রতিষ্ঠান জার্নিমেকার জবস-এর সহায়তায় আগামী ৬ ও ৯ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠান হবে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলাভবনের ১০১ নং কক্ষে। সকাল ১১টা থেকে শুরু হবে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা। আর রবিবার (৯ জানুয়ারি) বাছাইকৃতদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের www.journeymakerjobs.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী শুক্রবার (৭ জানুয়ারি) এর মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

জর্নিমেকার জবস-এর চিফ ব্রান্ড বিল্ডিং সুমিত কর্মকার সিলেট মিররকে জানান, জব ফেয়ারে বিশটির অধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যেখান থেকে আগ্রহী প্রার্থীরা তাদের পছন্দমত পদে আবেদন করতে পারবেন।

আরএম-১৮