সিলেটে ফের খুলছে চারুকলি শিশু চারুবিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৩, ২০২২
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
১২:৫৪ পূর্বাহ্ন



সিলেটে ফের খুলছে চারুকলি শিশু চারুবিদ্যালয়

মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ফের খুলছে চারুকলি শিশু চারুবিদ্যালয়ের ক্লাস পুনরায় শুরু হচ্ছে। আগামী শুক্রবার (৭ জানুয়ারি) থেকে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে বিদ্যালয়টির।

সিলেটের খ্যাতিমান চিত্রশিল্পী প্রয়াত অরবিন্দ দাস গুপ্ত ও ক্ষণজন্মা শিল্পী শাহ আলমের স্মৃতিবিজরিত এই চারুবিদ্যালয়ে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলবে। 

নগরের মজুমদারি এলাকায় গ্রিন সিটির স্কুলে চারুবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলবে শ্রেণি কার্যক্রম। চারুবিদ্যালয়েরর পূর্বের শ্রেণির ফলাফল, সনদ ও অন্যান্য তথ্য জানতে চাইলে শুক্র ও শনিবারে শ্রেণি চলাকালে সব শিক্ষার্থী ও অভিভাবকদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন। 

আরসি-১৫