ধর্মপাশায় আ.লীগ সহ সভাপতি ও যুগ্ম সম্পাদককে বহিস্কার

ধর্মপাশা প্রতিনিধি


জানুয়ারি ০৩, ২০২২
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০১:৫৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় আ.লীগ সহ সভাপতি ও যুগ্ম সম্পাদককে বহিস্কার

দলীয়  ‍শৃঙ্খলা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও  ধর্মপাশা সদর ইউনিয়নে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ও  সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন।

 আজ রবিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত ধর্মপাশা সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের পাশা হিমুর পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যের  এক পর্যায়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন এই ঘোষণা দেন। 

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল  হাই তালুকদার এই সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে এতে বক্তব্য দেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান খান লিটন, সদস্য খায়রুল কবীর খোকন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুবায়ের পাশা হিমু, বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ড.রফিকুল ইসলাম তালুকদার,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য  অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, বাংলাদেশ কেন্দ্রীয় মৎস্য জীবি লীগের সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন  বলেন,  ধর্মপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত ২৩ডিসেম্বর আওয়ামী লীগের বিভিন্ন পদের নয়জনকে বহিস্কার করা হয়েছিল।  একই সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে শোকজ করা হয়। তাঁদেরকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলেও এ নিয়ে তাঁরা কোনো জবাব দেননি। এ অবস্থায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সঙ্গে পরামর্শ করে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ওই দুজনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

এসএ/আরসি-১৯