জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৩, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ করতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷
আজ রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বানে জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা আ. লীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজির উদ্দীন ৷
এছাড়া আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নিজপাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হায়দর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ ৷
দ্বিতীয় অধিবেশনে নৌকার মাঝি হতে আগ্রহী প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হানিফ আহমদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান, আ.লীগ নেতা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ইয়াহিয়া, আব্দুল মতিন শাহীন, আতিকুর রহমান ৷
তৃণমূল ভোটারদের ভোট গ্রহণের মাধ্যমে ১২টি ভোট পেয়েছেন আব্দুল মতিন শাহীন, ৪টি ভোট পেয়েছেন মো. হানিফ আহমদ, ৩টি ভোট পেয়েছেন মো. ইয়াহিয়া, ১টি ভোট পেয়েছেন আব্দুল মন্নান এবং কোনো ভোট পাননি আতিকুর রহমান ৷ ফলাফল ঘোষনা করেন সিলেট জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন ৷
আরকেএস/আরসি-২০