ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কমিটিতে রাজনগরের মুবিন

রাজনগর প্রতিনিধি


জানুয়ারি ০৩, ২০২২
০২:২৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০২:৩৩ অপরাহ্ন



ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কমিটিতে রাজনগরের মুবিন

ইউরোপে প্রবাসীদের কল্যাণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে বাংলাদেশি সংবাদকর্মীদের ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব গঠন করা হয়েছে।

২২ সদস্য বিশিষ্ট এই কমিটির দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর প্রেসক্লাবের সাবেক সংবাদকর্মী মোহাম্মদ মুবিন খান।

তিনি বিশ্বে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অনলাইন অফলাইনে বিভিন্ন ক্যাম্পেইন করছেন। রাজনগর প্রেসক্লাবের সাবেক এই সদস্য বর্তমানে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) এর দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশী প্রবাসী সাংবাদিকদের নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়া বিডি ২৪ ডটকম এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও তিনি স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য হিসেবে আছেন। 

উল্লেখ্য, ২০২২ সালের পহেলা জানুয়ারি শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় একটি অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ সভার আয়োজন করে বহুল প্রতীক্ষিত ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

আগামী দুই বছর (২০২২-২৩) এ কমিটি কাজ করে যাবে। সাধারণ সভায় সবার সম্মতিক্রমে  দৈনিক যুগান্তরের ইতালি প্রতিনিধি জমির হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির স্পেন প্রতিনিধি কবির আল মাহমুদকে সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্টের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটওয়ারীকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২২ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। 

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন উপদেষ্টা রিয়াদ আহাদ, বাংলা কাগজ নির্বাহী সম্পাদক (যুক্তরাজ্য), সহসভাপতি  হাবীবুল্লাহ আল বাহার (জার্মান), এমডি আব্দুল্লাহ ইকবাল (ফিনল্যান্ড), ওমর ফারুক হিমেল (জার্মান), যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী(পর্তুগাল), ইসমাইল হোসাইন রায়হান(স্পেন), সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ (যুক্তরাজ্য), সৈয়দ মুনতাসির রিমন (ফ্রান্স), লায়েবুর রহমান (বার্সেলোনা), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), রাকিব হাসান রাফি (স্লোভেনিয়া), অর্থ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান(পর্তুগাল) তথ্য গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমেদ রাজ (পোল্যান্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিন্স শহীদ আহমেদ (পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান (স্পেন, বার্সেলোনা), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (পর্তুগাল,লিসবন), অভিবাসন বিষয়ক সম্পাদক মেহেদী মারুফ (প্যারিস) ও সদস্য মিরন নাজমুল (স্পেন), এড. আনিচুজ্জামান আনিচ (ইতালি), বাবু মিয়া জসিম (অস্টিয়া)। 

কমিটি ঘোষণার পর ক্লাবের উপদেষ্টা মণ্ডলী ও নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এস এফ/বি এন-০২