কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২২
০১:৩২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
০১:৩২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রার্থীসহ মোট ৬৩ জন মনোনয়ন জমা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে।
সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগমের কাছে মনোনয়নপত্র জমা দেন ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বধি প্রার্থীরা। আগামী ৩১ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যানদের মধ্যে আওয়ামীলীগের ১, বিদ্রোহী ১, চরমোনাই ১, বিএনপি পন্ত্রী স্বতন্ত্র ১, স্বতন্ত্র ৫ জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা অনুসারে এমএ মহিউদ্দিন আল মামুন, আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মজনু মিয়া, হানিফ মিয়া, এখলাছুর রহমান, জিয়াদ আলী, আলকাছ আলী, মোহাম্মদ আলী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম দৈনিক সিলেট মিরর কে জানান, ৬ষ্ঠ ধাপে উপজেলার ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও সদস্য পদে এই নির্বাচনে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইবিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু ভোট গ্রহণের জন সর্বোচ্চ সহযোগিতা করছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
আরসি-০৯