কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২২
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
০৩:১৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলকাছ আলী নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মোটরসাইকেল শুডাউন করে উচ্চস্বরে মাইকে বিভিন্ন শ্লোগান দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেন তিনি।
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওই ইউনিয়নে নির্বাচন। ৩ জানুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এর আগে গত ১ জানুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আলকাছ আলীকে ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।
চেয়ারম্যান প্রার্থী আলকাছ জানান, অনেক প্রার্থীরাই ত মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আচরণ বিধি আমি একা লঙ্ঘন করি নাই সবাই করেছে। আপনার কর্মী সমর্থকেরা উপজেলা নির্বাচন অফিসের সামনে মাইক নিয়ে উচ্চস্বরে আপনার নামে বিভিন্ন শ্লোগান দিয়েছেন কেন এমন প্রশ্নে তিনি বলেন এগুলো মেম্বার প্রার্থীর লোকজন ছিল।
এ ব্যাপরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম জানান, আওয়ামী লীগের প্রার্থী আকলাছ আলী সহ কয়েক জন চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তবে নির্বাচনের জন্য এখনো কোন ম্যাজিস্ট্র নিয়োগ না হওয়ায় আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করছেন।
আরসি-১১