ওসমানীনগরে ইউপি নির্বাচনে ৪০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ০৪, ২০২২
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
০৩:২৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে ইউপি নির্বাচনে ৪০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে ওসমানীনগর উপজেলার ৮ইউনিয়নে ৪শ ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮জন এবং সাধারণ সদস্য পদে ২৭৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেন।

নির্বাচনে দু’টি ইউনিয়নে দুই পরিবার থেকে ৪ সহোদর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, গোয়ালাবাজার ইউনিয়নে আব্দুল কুদ্দুছ শেখ ও আব্দুশ শহিদ শেখ এবং বুরুঙ্গাবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমজি রাসুল খালেক আহমদ ও তার বড় ভাই সাবেক চেয়ারম্যান খলিল আহমদ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪০৪জনের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। 

৮ ইউনিয়নের মধ্যে উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র  জমা দেন ৪ জন। তারা হলেন এম.জি. কিবরিয়া (আ.লীগ), হাফিজ রায়হান আহমদ (স্বতন্ত্র), আব্দুল হাকিম (স্বতন্ত্র), সুজাউর রহমান সুজা (স্বতন্ত্র)। ৩নং পৈশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৫জন। তারা হলেন, হান্নান মিয়া (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন (স্বতন্ত্র), গোলাম রব্বানী চৌধুরী (স্বতন্ত্র), মো. সালমান (খেলাফত মজলিস), রাজন আহমদ ( ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৭জন। এরা হলেন, আখলাকুর রহমান (আ.লীগ), মোজাহিদ আলী (স্বতন্ত্র), সাজ্জাদুর রহমান (স্বতন্ত্র), মো. শাহনুর মিয়া (আ.লীগ বিদ্রোহী), সুরমান হোসেন (আ.লীগ বিদ্রোহী), সমজ্জুল হক আলকাছ (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান এমজি রাসুল খালেক আহমদ, সাবেক চেয়ারম্যান মো. খলিল আহমদ।

গোয়ালাবাজার ইউনিয়নে ৪জন। তারা হলেন, পীর মজনু মিয়া (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক (স্বতন্ত্র), আব্দুল কুদ্দুছ শেখ (স্বতন্ত্র) ও আব্দুশ শহিদ শেখ (স্বতন্ত্র)।

তাজপুর ইউনিয়নে ৫জন। তারা হলেন, ফয়সল হোসেন সুমন (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী (স্বতন্ত্র), অরুণোদয় পাল ঝলক (আ.লীগ বিদ্রোহী), ইউসুফ আলী (স্বতন্ত্র)।

দয়ামীর ইউনিয়নে ৬জন। তারা হলেন হিরন মিয়া (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু ( স্বতন্ত্র), আবু আলা জুবায়ের আহমদ (আ.লীগ বিদ্রোহী), উস্তার মিয়া (স্বতন্ত্র), জমির আলী (স্বতন্ত্র)। 

উছমানপুর ইউনিয়নে ৫জন। তারা হলেন, ওয়ালী উল্লাহ বদরুল (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক (স্বতন্ত্র), আব্দুল্লাহ মিছবাহ (স্বতন্ত্র), মো. জুবায়ের আহমদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শাহ্ জাকির আহমদ (স্বতন্ত্র)।

উল্লেখ্য তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছিল ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। সবগুলো ইউপিতেই 

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরসি-১৪