জৈন্তাপুরে অগ্রণী ব্যাংক লি. এর শাখা উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি


জানুয়ারি ০৪, ২০২২
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
১০:৩৪ অপরাহ্ন



জৈন্তাপুরে অগ্রণী ব্যাংক লি. এর শাখা উদ্বোধন

সিলেটের জৈন্তাপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। 

 মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জৈন্তাপুর ষ্টেশন বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মাহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও তামাবিল শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল মহাব্যবস্থাপক রূবানা পারভীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, অগ্রনী দুয়ার সার্ভিসেস লি: এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, তামাবিল স্থল বন্দরের সিআইপি সদস্য মো. জালাল উদ্দিন, মো. মনিরুজ্জামান মিন্টু, সরোয়ার হোসেন সেদু, মো. সিরাজুল ইসলাম, আবু সুফিয়ান বেলাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে শাখার উদ্বোধন ঘোষণা করেন। 

আর কে’/বি এন-১১