জৈন্তাপুর প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২২
১০:৩৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
১০:৩৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ করলেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গত ২৮ নভেম্বর জৈন্তাপুর উপজেলা ৫ইউপির নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
শপথ গ্রহণ করেন চিকনাগুল ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. রফিক আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম ও জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক।
চেয়ারম্যানদের শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক বলেন, আগামী বৃহস্পতিবার জৈন্তাপুরের ৫ইউপির নির্বাচিত সকল সদস্য ও সদস্যাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
আর কে/বি এন-১২