ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৫, ২০২২
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
০২:১০ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পিঠাইটিকর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাহিদ পিঠাইটিকর গ্রামের আলতার হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পিঠাইটিকর গ্রামের নুরুল মিয়া ও আলতার হোসেনের জমি নিয়ে বিরোধ চল ছিলো। মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল মিয়া ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এসএসি/আরসি-১৬