সিলেটের ৭৫ ইউপিতে নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৫, ২০২২
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
০৬:১০ পূর্বাহ্ন



সিলেটের ৭৫ ইউপিতে নির্বাচন আজ

সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। চলমান দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।

মঙ্গলবার বিকেলেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী উপজেলা, ইউনিয়ন ও ভোটকেন্দ্রে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

প্রায় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র মোড়কে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী দলগুলোর প্রার্থীরাও রয়েছেন মাঠে।

জানা গেছে, পঞ্চম ধাপে বিভাগের ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে, সুনামগঞ্জের শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশার উপজেলার ১৮টি ইউনিয়নে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কলমগঞ্জ উপজেলার ১৮টিতে এবং হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৭ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এনএইচ/আরসি-০২