‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা শনিবার

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৫, ২০২২
০৬:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
০৬:৫৬ পূর্বাহ্ন



‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা শনিবার
নাম তালিকাভুক্তির শেষ সময় শুক্রবার


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আ‌য়োজন ক‌রা হ‌য়ে‌ছে।

৮ জানুয়ারি শ‌নিবার সকাল ৯টা থে‌কে ১১টা পর্যন্ত সি‌লেট কে‌ন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌বে। ক থে‌কে ঘ পর্যন্ত ৪‌টি বিভা‌গে (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণী ক বিভাগ, ৩য়  থেকে ৫ম শ্রেণী খ বিভাগ, ৬ষ্ঠ  থেকে ৮ম শ্রেণী গ বিভাগ, ৯ম থেকে ১০ম শ্রেণী ঘ বিভাগ) শিশুরা অংশ নি‌বে। আঁকাআঁকির মাধ্যম ই‌চ্ছেম‌তো। আগ্রহীরা আগামী ৭ জানুয়ারি ম‌ধ্যে শিক্ষার্থীর নাম, পিতা, মাতা ও শ্রেণী ও স্কুলের নাম ও মোবাইল নম্বর লি‌খে জিন্দাবাজার ব্লু ওয়াটার শ‌পিং সি‌টি ৯ম তলার ইমজা কার্যাল‌য়ে অথবা জালালীয়া নানার দোকান, নজরুল চত্বর, রিকাবীবাজার, সিলেট এ ঠিকানায় জমা দি‌বেন।

এএন/০১