জকিগঞ্জে সিলমারা ব্যালটসহ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আটক

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৫, ২০২২
১০:১৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
১০:২৪ অপরাহ্ন



জকিগঞ্জে সিলমারা ব্যালটসহ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আটক

সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সাদমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হককে সিল মারা ব্যালট পেপার ও সিলসহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

বুধবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, সাদমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

তাদের আচরণ সন্দেহজনক হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়। কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্র:যুগান্তর

বি এন-০৮