বান্ধবীকে কৌশলে নেন প্রবাসীর বাসায়, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২২
১১:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
১১:৩৬ অপরাহ্ন



বান্ধবীকে কৌশলে নেন প্রবাসীর বাসায়, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
প্রবাসী পালাতক

‘যুক্তরাষ্ট্র থেকে চাচা-চাচি এসেছেন। তাঁদের বাসায় রাতে থাকব। তুইও চল।’ এমনটা বলে কৌশলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বান্ধবীকে (২১) চাচার বাসায় নিয়ে যান সোনিয়। কিন্তু সেখানে চাচা-চাচি নন, ছিলেন ওই বান্ধবীর যুক্তরাষ্ট্রপ্রবাসী চাচাতো ভাই। কিছুক্ষণ পর ওই প্রবাসী তাঁর এক খালাতো ভাইকে ওই বাসায় ডেকে আনেন। পরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে প্রবাসী ও তাঁর ভাই ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান।

ওই ছাত্রী সেখান থেকে সটকে পাশের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তিনি মুঠোফোনে বিষয়টি তাঁর এক ছেলে সহপাঠীকে জানান। এরপর ওই সহপাঠীর মাধ্যমে খবর পেয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে সিলেট নগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ওই ছাত্রীর বান্ধবী সোনিয়া ও আবু আহমদ (৩৫)। তবে ওই সময় সোনিয়ার প্রবাসী চাচাতো ভাই আবদুল হাই (৩৮) পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সোনিয়া, আবদুল হাই ও আবু আহমদ ওই ছাত্রীকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাওয়ান। পরে ওই ছাত্রী তাঁর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীর সাহায্য নেন। পরে ওই সহপাঠীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

গতকাল রাত নয়টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে তিনি অসুস্থ বোধ করায় গতকাল রাতে তাঁর কাছ থেকে পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার আকস্মিকতায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে ওই বাসায় তাঁর সঙ্গে কী কী ঘটনা ঘটেছে, এর বিস্তারিত পুলিশ জানতে পারেনি। আজ বৃহস্পতিবার পুলিশ ওই ছাত্রীর সঙ্গে কথা বলবে। এরপর ছাত্রীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সূত্র : প্রথম আলো 


এএফ/০১