নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৬, ২০২২
১১:৪৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
১১:৪৮ অপরাহ্ন
সাদমান ও আরিফুল
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্রের সামনে থেকে সিল মারা ব্যালট পেপারসহ দুই রিটার্নিং কর্মকর্তাকে আটকের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে জকিগঞ্জ থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বেলা সোয়া তিনটার দিকে কাজলশার ইউনিয়নের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে রির্টানিং কর্মকর্তা সালমান সাকিব এবং আরিফুল হককে সিল মারা, সিলবিহীন ব্যালটসহ আটক করা হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে কাজলশার ইউপিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাদমান সাকিব উপজেলার জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরি ইউনিয়ন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক কাজলশার ও বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ওই দুজনের কাছ থেকে ব্যালট পেপার ছাড়াও ফেনসিডিলের বোতল এবং ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আবুল কাশেম বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতল খালি ছিল। এ জন্য মামলায় উল্লেখ করা হয়নি। অন্যদিকে টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত করা হবে কি না, বিষয়টি নিয়ে আলোচনা করছি? এ ছাড়া দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
এএফ/২