জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২২
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০১:০৯ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুর ইউনিয়নে নৌকা প্রার্থীর বিজয়ের মিছিলে মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম তুষার (১৯)।
নিহত আশরাফুল ইসলাম জকিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও সুলতানপুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। বুধবার (৬ জানুয়ারি) গভীর রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইউপি নির্বাচনের ভোটের ফলাফলের পর রাত সাড়ে ৯টার দিকে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিলে বের করলে হাসিতলা গ্রামের আব্দুল ওহিদের সঙ্গে মোটরসাইকেল শোডাউনে যায় ছাত্রলীগ কর্মী আশরাফুল ইসলাম তুষার।
আরও জানা গেছে, মোটরসাইকেল শোডাউটি গঙ্গাজল এলাকায় পৌঁছার পর আরেকটি মোটরসাইকেলর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলাম তুষার মারাত্মক আহত হলে তাৎক্ষনিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু ঘটে। আশরাফুল ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলাম তুষারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার লাশ দাফন করা হবে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ওএফ/আরসি-০৫