চাকরি প্রত্যাশীদের জন্য মুরারী চাঁদ কলেজে হলো ‘জব ফেয়ার’

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৭, ২০২২
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০২:০২ পূর্বাহ্ন



চাকরি প্রত্যাশীদের জন্য মুরারী চাঁদ কলেজে হলো ‘জব ফেয়ার’

সিলেটের মুরারী চাঁদ কলেজে চাকরি প্রত্যাশীদের জন্য জার্নিমেকার জবসের উদ্যোগে ‘এমসি কলেজ জব ফেয়ার ২০২২’ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে এমসি কলেজের কলা ভবনে জব ফেয়ার ও কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এমসি কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমেদ।

আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, জার্নিমেকারের সিইও প্রতিম পুরকায়স্থ, চিফ ব্রেন্ড বিল্ডিং সুমিত কর্মকার।


উদ্বোধন শেষে বেলা ১১ টা থেকে একটি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন ওয়াদানি ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার নাসের।

এছাড়াও সারাদিনব্যাপী ছিল কলেজ প্রাঙ্গন থেকে বিভিন্ন চাকরিতে আবেদনের সুযোগ। আগামী ৭ জানুয়ারী পর্যন্ত অনলাইনে জার্নিমেকারের এপস ও ওয়েবসাইট থেকে আবেদনের সুযোগ থাকছে এমসি কলেজের ছাত্রছাত্রীদের জন্য।


সারাদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জার্নিমেকার জবসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

আরসি-০৯