শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০২:১৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি)সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে, সহ-সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখর উদ্দিন, কোষাধ্যক্ষ হেলাল হোসেন দেওয়ান, ক্রীড়া সম্পাদক অধ্যাপক ড. অনিমেষ সরকার, সহ-ক্রীড়া সম্পাদক রাশেদুল হাসান, সমাজ সেবা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক, অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. ইকবাল, অধ্যাপক ড. মো. আব্দুল গণি, সহকারী অধ্যাপক করিমা বেগম ও মো. তাজিম উদ্দিন মনোনীত হয়েছেন।
এইচএন/আরসি-১০