শাবিপ্রবিতে বাংলা সমিতির অভিষেক

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ০৭, ২০২২
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২২
০২:৫১ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে বাংলা সমিতির অভিষেক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলা বিভাগ সমিতি'র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'বি'-এর ৩০৪ নম্বর কক্ষে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা সভাপতিত্বে এবং সমিতির কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর রহিম, অধ্যাপক ড. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন,  সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় বিক্রম, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনসহ সমিতির নবনির্বাচিত সদস্য ও শিক্ষার্থীরা।

এসময় অধ্যাপক ফারজানা সিদ্দিকা বলেন, চমৎকার পরিবেশের মধ্য দিয়ে বাংলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলা সমিতির নির্বাচনে যারা সহযোগিতা করেছেন তাদের  সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। নবনির্বাচিতরা বিভাগের সকল কর্মকাণ্ড দায়িত্বপূর্ণভাবে পালন করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

এইচএন/আরসি-১৩